Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে পরীক্ষার্থী ২ লাখ, আসনবিন্যাস প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যাঁরা প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

অফিসার (জেনারেল) পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৫১ জন। রাজধানীর ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজ সঙ্গে আনতে পারবেন না। প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে গত বছরের ১৫ মার্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।