৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ করছেন। এরই মধ্যে সভায় বসেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ সভা শুরু হয়। পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সভায় সভাপতিত্ব করছেন।
পিএসসির একটি সূত্র জানিয়েছে, বেলা আড়াইটার দিকে সভা শুরু হয়। সভা থেকে চাকরিপ্রার্থীদের দাবি সংবলিত যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। চলমান নানা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।
এর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসি’র সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পরে তাঁরা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে করব দে’, ‘ড্রিম পিএসসি’ , ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।