Thank you for trying Sticky AMP!!

মডেল: নুসরাত, হাদী ও ইয়াসফি

প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ইতিমধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের ৪২তম পর্বে সাধারণ জ্ঞান বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন মো. হোসাইন আলী।

Also Read: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১

Also Read: বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৭০ পদে চাকরি, আবেদন করুন দ্রুত

১. নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কী?
ক) প্রীতিলতা
খ) ইলা মিত্র
গ) কাদম্বিনী
ঘ) লক্ষীরাণী

২. সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি করা হয় কত সালে?
ক) ১৯৮৬
খ) ১৯৮৮
গ) ১৯৮৭
ঘ) ২০০০

৩. ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?
ক) জেনারেল ইয়াহিয়া খান
খ) জেনারেল রাও ফরমান আলী
গ) জেনারেল টিক্কা খান
ঘ) জেনারেল জিয়াউর রহমান

৪. বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
ক) ২০১৫
খ) ২০১৬
গ) ২০১৮
ঘ) ২০১৯

৫. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৯৩
খ) ১৯৯৭
গ) ১৯৯৯
ঘ) ২০০১

৬. বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
ক) কৃষি
খ) শিল্প
গ) সেবা
ঘ) বাণিজ্য

৭. সংবিধান নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে?
ক) জাতীয় সংসদকে
খ) রাষ্ট্রপতিকে
গ) প্রধানমন্ত্রীকে
ঘ) হাইকোর্টকে

৮. বাংলাদেশের শিক্ষা কয় স্তরবিশিষ্ট?
ক) দুই স্তর
খ) তিন স্তর
গ) পাঁচ স্তর
ঘ) চার স্তর

৯. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়—
ক) ১৯৬২ সালে
খ) ১৯৮৬ সালে
গ) ১৯৭৮ সালে
ঘ) ১৯৮২ সালে

১০. ‘বেলফোর ঘোষণা’ কখন দেওয়া হয়েছিল?
ক) ১৯১৭
খ) ১৯১৪
গ) ১৯৩৯
ঘ) ১৯৪৮

Also Read: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাসিক বৃত্তি, বিমান টিকিটসহ নানা সুবিধা

Also Read: ৪৩তম বিসিএসে অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন, পছন্দের পুলিশ ক্যাডারে ডেন্টিস্ট শের শাহ, জানালেন কারণ

১১. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রবক্তা কোন দেশ?
ক) জাপান
খ) ভারত
গ) রাশিয়া
ঘ) চীন

১২. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হন?
ক) তিন বছর
খ) পাঁচ বছর
গ) নয় বছর
ঘ) সাত বছর

১৩. কোনটি সামরিক জোট নয়?
ক) ন্যাটো
খ) ওয়ারসো
গ) সিয়াটো
ঘ) নাফটা

১৪. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
ক) ১২ ডিসেম্বর
খ) ২২ মার্চ
গ) ৮ মার্চ
ঘ) ২ এপ্রিল

১৫. জেনোসাইড কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে?
ক) ১৯৪৮
খ) ১৯৩৫
গ) ১৯৪৯
ঘ) ১৯৮৮

১৬. ‘ডন’ পত্রিকা কোন দেশের?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) শ্রীলঙ্কা
ঘ) চীন

১৭. হটস্পট কী?
ক) নিরাপত্তাব্যবস্থা
খ) একধরনের সফটওয়্যার
গ) তারবিহীন নেটওয়ার্ক
ঘ) কোনোটিই নয়

১৮. ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কী?
ক) রুবিওলা
খ) ভেরিওলা
গ) হার্পিস
ঘ) ফ্ল্যাভি ভাইরাস

১৯. মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
ক) আমিষ
খ) স্নেহ
গ) শর্করা
ঘ) খনিজ লবণ

২০. মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে—
ক) স্নায়ুতন্ত্র
খ) পেশি
গ) হরমোন
ঘ) উৎসেচক

মডেল টেস্ট ৪২-এর উত্তর

১. খ, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ।