
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে ২৭ জনকে নিয়োগ দেবে ইউজিসি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি পদের জন্য আবেদন করতে পারবেন।
ইউজিসির কম্পিউটার অপারেটর পদে ছয়জন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ৯ জন এবং অফিস সহায়ক পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।
আগ্রহীরা ইউজিসির ওয়েবসাইটের (http://www.ugc.gov.bd/) মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।