বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

Md. Rashedul Alam Rasel

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বৈজ্ঞানিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন। ইনস্টিটিউটে ২টি পদের বিপরীতে ৯ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) থেকে আবেদন শুরু হবে।

পদের নাম- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

পদের সংখ্যা-৩টি
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি/টেক)/এমএস/এমএসএসসিসহ সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৫০,০০০- ৭১২০০ টাকা

পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা

পদের সংখ্যা: ৬টি
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি/টেক)/এমএস/এমএসএসসিসহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে http://old.mopa.gov.bd/uploads/2017/archive/foms/adminl-2014-01.PDF অথবা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে www.bjri.gov.bd আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে।

আবেদনপত্র পাঠাতে হবে মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকা-১২০৭ এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

১৫ এপ্রিল ২০২১–এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।