বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কয়েক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে চার পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বা সরাসরি সিভি পাঠাতে পারবেন।
পদের নাম: অফিসার, চ্যানেল ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড ফিজিকসে যেকোনো স্বনামধন্য সরকারি, বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: অফিসার, হার্ডওয়্যার ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: যেকোনো স্বনামধন্য সরকারি, বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), আইসিই (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) অথবা ইসিই (ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) এ ন্যূনতম স্নাতক। দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: অফিসার, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: যেকোনো স্বনামধন্য সরকারি, বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), আইসিই (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) অথবা ইসিই (ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) এ ন্যূনতম স্নাতক। দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: সিস্টেম ম্যানেজমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: যেকোনো স্বনামধন্য সরকারি, বেসরকারি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), আইসিই (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) অথবা ইসিই (ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) এ ন্যূনতম স্নাতক। রেড হাট সনদ থাকা বাধ্যতামূলক। তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
যেভাবে আবেদন: অনলাইনে বা সরাসরি সিভি পাঠানো যাবে। সরাসরি এই ঠিকানায় সিভি পাঠানো যাবে–
মানবসম্পদ বিভাগ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, করপোরেট হেড অফিস, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১, প্লট # ৪, ব্লক # সিডব্লিউএন(সি), গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।
আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২১।