ছবি: এআই জেনারেটেড
ছবি: এআই জেনারেটেড

একশনএইডে ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ ৩৫ হাজার

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ইইউ পিসবিল্ডিং প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার, ইইউ পিসবিল্ডিং প্রজেক্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞাস, নৃবিজ্ঞান, ইন্টারন্যাশনাল রিলেশনস, ডেভেলপমেন্ট স্টাডিজ, পিস অ্যান্ড কনফ্লিক্টস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক এজেন্সি বা উন্নয়ন সংস্থায় কক্সবাজারে সোশ্যাল কোহেশন অ্যান্ড পিসবিল্ডিং ইন রোহিঙ্গা অ্যান্ড হোস্ট কমিউনিটিস প্রকল্প ব্যবস্থাপনা, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট কো-অপারেশন, ইয়ুথ প্রোগ্রামে অন্তত চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কনফারেন্স, ওয়ার্কশপ বা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশেনস ও প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের কাজ জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসিক মোট বেতন ১,৩৫,০৭৫ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৫।