চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য এটি একটি বড় সুযোগ। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ৭টি পদে মোট ২৫ জন নিয়োগ পাবেন। ১ মে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের বিশেষ শর্তাবলিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
১. কম্পিউটার অপারেটর–১টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫১০ টাকা
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক –১১টি
শিক্ষাগত যোগত্যা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
৩. সার্টিফিকেট সহকারী–৩টি
শিক্ষাগত যোগত্যা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
৪. নিরাপত্তা প্রহরী–৭টি (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৫. বাবুর্চি–০১
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৬. বেয়ারার–০১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৭. নিরাপত্তা প্রহরী-১টি (সার্কিট হাউস)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৩১–০৫–২০২৫ তারিখে আবেতনকবারী প্রার্থীর বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
সঠিকভাবে আবেদনপত্র পূরণ না করলে কিংবা ভুল তথ্য দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি ভালোমতো পড়া আবশ্যক।
৩১ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।