ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ‘হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস’ পদে নিয়োগ দিচ্ছে। সাপ্লাই চেইন অপারেশনে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৫।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: লজিস্টিকস/সাপ্লাই চেইন/ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি। সাপ্লাই চেইন অপারেশনে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা এবং বড় টিম নেতৃত্বদানের দক্ষতা। SAP, WMS এবং পরিবহন খাতের বাজারগত ধারণা।
প্রতিষ্ঠানের বেতনকাঠামো অনুযায়ী।
humanresources.ubl@unilever.com ই-মেইলে রিজিউম/জীবনবৃত্তান্ত পাঠাতে হবে অথবা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, শানতা ফোরাম, দশম তলা, ১৮৭-১৮৮/বি, বীর উত্তম মীর শওকত সরাক, ঢাকা-১২০৮
২৪ নভেম্বর ২০২৫