এআই জেনারেটেড ছবি
এআই জেনারেটেড ছবি

বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, সর্বোচ্চ বেতন ৫৫ হাজার

বেসরকারি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ভোলা ও বরিশাল জেলায় ‘অ্যাডপটিং টেকনোলজিস অ্যান্ড প্র্যাকটিসেস ফর রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ ইন ফিশারিজ সাব–সেক্টর’ প্রকল্পে তিন ক্যাটাগরির পদে পাঁচজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। এ ছাড়া ই–মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে।

১. পদের নাম: টেকনিক্যাল অফিসার (ফিশারিজ)

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে বিএসসি ডিগ্রি থাকতে হবে। অ্যাকোয়াকালচার বা ফিশারিজ ম্যানেজমেন্ট বা ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস অথবা ফিশারিজ টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ভোলা ও বরিশাল জেলা

বেতন–ভাতা: মাসিক বেতন ৫৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি অফিসার

পদসংখ্যা:

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভারনমেন্টাল সায়েন্সেস বা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অথবা এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি থাকতে হবে অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ভোলা ও বরিশাল জেলা

বেতন-ভাতা: মাসিক বেতন ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (ফিশারিজ)

পদসংখ্যা: ৩

যোগ্যতা: ফিশারিজ বা অ্যাগ্রিকালচারে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ফিশারিজ বা অ্যাগ্রিকালচার সেক্টরে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ভোলা ও বরিশাল জেলা

বেতন-ভাতা: মাসিক বেতন ৩০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া উৎসব বোনাস, বৈশাখী ভাতা, মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, কভার লেটারসহ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), আলতাজের রহমান রোড, চরনোবাদ, ভোলা–৮৩০০। ই–মেইল: gjushrd@gmail.com।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৪।