বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স (ইউপি টু এসভিপি) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। সিএ, সিএমএ, সিএফএ বা সমমানের প্রফেশনাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো ব্যাংকে অন্তত ১৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্রাঞ্চ অপারেশনস, জেনারেল ব্যাংকিং, ল্যান্ডিং অপারেশনস অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ও ফরেন ট্রেড অপারেশনসে বিস্তর জানাশোনা থাকতে হবে। ব্যাংক কোম্পানি অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, বাংলাদেশ অর্থ ঋণ আদালত, এএমএল অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, রেগুলেটরি গাইডলাইনসসহ সংশ্লিষ্ট আইন জানতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস ও ব্যাংকিং সফটওয়্যারের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।