Thank you for trying Sticky AMP!!

প্রতীকী ছবি: প্রথম আলো

পানিসম্পদ মন্ত্রণালয়ে ১২ জনের চাকরি, সুযোগ নেই সব জেলার প্রার্থীদের

পানিসম্পদ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩টি পদে মোট ১২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১২ সেপ্টেম্বর, আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

Also Read: বিসিএস ভাইভা অভিজ্ঞতা-৮, সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়ন করা সম্ভব কি

পদের নাম ও পদসংখ্যা

১. কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: ৪
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. অফিস সহায়ক। পদসংখ্যা: ৮
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Also Read: এসডিএফে চাকরি, গাড়িসহ বেতন আড়াই লাখ পর্যন্ত

Also Read: খাদ্য অধিদপ্তরে বড় পদে নিয়োগ, নেবে ১৩৭৭ জন

চাকরিতে আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। এদিকে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।

Also Read: ৪২তম বিসিএসে দুজন প্রার্থীর প্রার্থিতা বাতিল

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা http://mowr.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।