Thank you for trying Sticky AMP!!

ব্যান্সডকে ৯ম থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ

মডেল: ইয়াসফি ও হাদী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) একাধিক স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ২১ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সায়েন্টিফিক অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। স্নাতকোত্তর পর্যন্ত পরীক্ষায় অন্যূন দুটি প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ২. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৩. পদের নাম: ফটোগ্রাফিক সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফটোগ্রাফিক কাজে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৪. পদের নাম: টেকনিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অথবা স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৫. পদের নাম: কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৬. পদের নাম: সর্টার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। গ্রন্থাগারবিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে সনদপ্রাপ্ত এবং কোনো গ্রন্থাগারে অন্যূন পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Also Read: স্থাপত্য অধিদপ্তর ১২-১৯তম গ্রেডে নেবে ৪২ কর্মী

  • ৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৮. পদের নাম: ইলেকট্রিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞানে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাসসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ‘ক’ অথবা ‘খ’ শ্রেণির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান অগ্রাধিকার পাবেন।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

  • ৯. পদের নাম: পিএবিএক্স অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Also Read: কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৩৮৩, দিতে হবে ডোপ টেস্ট

  • ১০. পদের নাম: সিনিয়র রেকর্ডকিপার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো গ্রন্থাগারে অন্যূন পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

  • ১১. পদের নাম: ফটোকপি অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

  • ১২. পদের নাম: ফটোগ্রাফিক অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

Also Read: বিসিপিসিএলে চাকরির সুযোগ, বেতন স্কেল ৫২,০০০

  • ১৩. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ১৪. পদের নাম: মালি
    পদসংখ্যা:
    যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

Also Read: মেট্রোরেলে চাকরির সুযোগ, তৃতীয় লিঙ্গ ও অনাবাসীরাও আবেদন করতে পারবেন

  • ১৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
    পদসংখ্যা:
    যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
সাধারণ প্রার্থীদের বয়স ২০২২ সালের ১ ডিসেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। এ ছাড়া ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা ব্যান্সডকের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন নম্বর থেকে ১২১-এ ফোন অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় মেইল এবং টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

Also Read: সেতু কর্তৃপক্ষে দশম গ্রেডে চাকরির সুযোগ, আবেদন ফি ৫০০

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৬০ টাকাসহ মোট ৫৫৬ টাকা; ৩ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১০ থেকে ১৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১ থেকে ১৫ ডিসেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।