Thank you for trying Sticky AMP!!

বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাসে পরিবর্তন আনল পিএসসি

ফাইল ছবি

পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হবে।

Also Read: পরীক্ষার হলে কথা বললেই প্রার্থিতা বাতিল করবে পিএসসি

দৈবচয়ন ভিত্তিতে আসনবিন্যাস প্রস্তুত করায় এবার নিজের সিট ও কক্ষ খুঁজে পেতে প্রার্থীদের সময় লাগবে। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার অনুরোধ জানিয়েছে পিএসসি।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর বিসিএস পরীক্ষার আসনবিন্যাস নিয়ে প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। তারা অভিযোগ করেন কিছু অসাধু পরীক্ষার্থী ত্রুটিপূর্ণ আসনবিন্যাসের সুযোগ নিয়ে থাকে।

Also Read: বিসিএস প্রিলির কাট মার্কস নিয়ে যা বলল পিএসসি