প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি। আবেদন করতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
পদের নাম ও বিবরণ
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অর্জন করতে হবে। করপোরেট ফাইন্যান্স ও পারফরম্যান্স ম্যানেজমেন্ট বিষয়ে দৃঢ় ধারণা থাকতে হবে। মার্কেটিং, ফিন্যান্সসহ বিভিন্ন বিভাগীয় কার্যক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে। করপোরেট গভর্ন্যান্স ও জেনারেল ম্যানেজমেন্টের চর্চা সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: নন–লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুই বছর সিইওর ঠিক নিচের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন–ভাতা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বনিম্ন ৪০ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদনপত্র চেয়ারম্যান, ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্যামেলিয়া হাউস, ২২, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা–১০০০ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
৩০ অক্টোবর ২০২৫