Thank you for trying Sticky AMP!!

এসএসসি ২০২২ - রসায়ন | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৫

১. নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

২. কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, তাকে কী বলে?

ক. সহযোজনী

খ. উভযোজনী

গ. পরিবর্তনশীল যোজনী

ঘ. মিশ্র যোজনী

৩. বোরন নাইট্রাইডের সংকেত কোনটি?

ক. BN খ. BN2

গ. B2N ঘ. B2N2

৪. প্রোপেনের সংকেত কোনটি?

ক. C3H8 খ. C3H5

গ. C5H8 ঘ. C3H3

৫. আয়নিক যৌগের উদাহরণ কোনটি?

ক. MgO খ. Fe

গ. Zn ঘ. O2

৬. কোনটি ন্যাপথলিনের সংকেত?

ক. C10H8 খ. C5H8

গ. C10H5 ঘ. C5H5

৭. নিচের কোনটি খাদ্য লবণ?

ক. C5H8 খ. NaCl

গ. HCl ঘ. NaC

৮. তুঁতের সংকেত কোনটি?

ক. CuSu4 খ. CuSu4.Cl

গ. CuSu4.5H2O ঘ. C6H12O6

৯. নিচের কোনটি গ্লুকোজ?

ক. C6H2O6

খ. C6H12O6

গ. C6Z12O6

ঘ. C6H12N6

১০. কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না?

ক. NaCl খ. CaCl2

গ. HCl ঘ. C6H12O6

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.ঘ ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.খ ৮.গ ৯.খ ১০.ঘ

চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন