Thank you for trying Sticky AMP!!

সীমানা পেরোনো গান ও অভিনয়

মাহবুবে সোবহানী

পুরো নাম মাহবুবে সোবহানী। তবে গান ও অভিনয়ের জন্য বাপ্পী নামেই ক্যাম্পাসে তিনি বেশি পরিচিত। পড়ছেন ব্যবস্থাপনা বিভাগে, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে।   

বগুড়া জিলা স্কুলে পড়ার সময় ২০০৮ সালে গানের হাতেখড়ি এ টি এম নজরুল ইসলামের কাছে। নিজের মতো করেই চলছিল সংগীত চর্চা, তবে পুরোদমে মঞ্চে গাওয়া শুরু করেন সরকারি আজিজুল হক কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময়। কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীতে সেরার পুরস্কার পান তিনি। যুক্ত আছেন নাট্যজন ড. সেলিম আল দীনের হাতে গড়া সংগঠন কলেজ থিয়েটার ও বগুড়া থিয়েটারের সঙ্গে। 

কলেজের নবীনবরণ, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অমর একুশে বইমেলা, নবান্ন উৎসব, বসন্ত উৎসব, বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস—অনুষ্ঠান যা-ই হোক, গানের আয়োজন মানেই মাহবুবে সোবহানীকে পাওয়া যাবে মঞ্চে। ফোঁক ও ব্যান্ডসংগীত ছাড়াও মৌলিক গানে তাঁর জনপ্রিয়তা আছে। কখনো জিপসি হাতে, কখনো হারমোনিয়াম কাঁধে তুলে গান করেন। আবার অভিনয়ের টানে নতুন নতুন পালা নিয়ে ছুটে যান দেশ-বিদেশের নানা প্রান্তে।  

২০১৭ সালে নরওয়েতে কালচারাল নাইট নামের একটি অনুষ্ঠানে গান করেছিলেন। এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে জারি গান প্রতিযোগিতায় ঘ বিভাগে পেয়েছেন দেশসেরার পুরস্কার। এর আগে ২০১৬-১৭ সালে সরকারি আজিজুল হক কলেজে অন্তবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও সেরার পুরস্কার জিতেছেন।

 মঞ্চে বেশ কয়েকটি নাটক তো বটেই, সোনাভানের পালা নামে একটি টিভি নাটকেও অভিনয় করেছেন মাহবুবে সোবহানী। এ ছাড়া নাটকের সংগীত পরিচালনার অভিজ্ঞতা আছে তাঁর। নাট্যকর্মী হিসেবেই বেসরকারি সংস্থা লাইট হাউসের মাধ্যমে ইয়ুথ ভলান্টিয়ার হিসেবে নরওয়ে, নেপাল ও মিয়ানমারে ভলান্টিয়ার একচেঞ্জ প্রোগ্রামে কাজ করেছেন। ভারতের মঞ্চে অভিনয় করেছেন দ্রোহ নাটকে।  

মাহবুবে সোবহানী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া