চুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কাল, ক্লাস রোববার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আগামী রোববার নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওরিয়েন্টেশনের সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ওরিয়েন্টেশন অনুষ্ঠান দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে সকাল ৯টায় পুরকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, মেকাট্রনিকস ও শিল্প প্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ও মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে সকাল সাড়ে ১০টায় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটারবিজ্ঞান ও কৌশল, জৈব চিকিৎসা কৌশল এবং ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগের ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের পরিচিতি সভায় যোগ দেবেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া ও সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের একই দিন বেলা আড়াইটায় নিজ নিজ আবাসিক হলে উপস্থিত হয়ে হলে ওঠার যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৯৩১টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন।