Thank you for trying Sticky AMP!!

গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা আজ ১২টায়, প্রতি আসনের বিপরীতে ১৭

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞান বিভাগের এ ইউনিটের পরীক্ষা আজ শনিবার। এই বিভাগে প্রায় ৯ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

Also Read: ইরাকের বিশ্ববিদ্যালয়ে ৪৬৫ বৃত্তি, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

Also Read: জার্মানিতে ফ্রেডরিখ ইবার্ট বৃত্তি, স্বাস্থ্যবিমার সঙ্গে মাসে মিলবে ১২০০ ইউরো

দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীদের ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পদ্ধতির পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে।

আজ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্যাম্পাসের সামনে জড়ো হতে শুরু করেছেন। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে ক্যাম্পাসে ঢুকতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির সদস্যরা সহযোগিতা করছেন। একই সঙ্গে বিশেষ নিরাপত্তা ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

ক্যাম্পাসের সামনে বিভিন্ন জেলাভিত্তিক শিক্ষার্থীদের সংগঠন ‘জেলা ছাত্র কল্যাণ’ ব্যানারে ভর্তি পরীক্ষার্থীদের ব্যাগ, বইপত্র জমা রাখা হচ্ছে। অনেককে খাবার পানি ও কলম সরবরাহ করতে দেখা যায়। ছাত্রলীগের নেতা–কর্মীদেরও একই সেবা দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেন ৫৬ হাজার ৫৩৬ শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ছাড়াও রাজধানীর আরও আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপকেন্দ্রে ধরে পরীক্ষা হবে।

উপকেন্দ্রগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গভ. কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স।