Thank you for trying Sticky AMP!!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে প্রার্থী ৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে লাইন করে পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরা। সত্যেন্দ্রনাথ বসু একাডেমী ভবন, ৩১ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে। এরপর বেলা একটা থেকে দুইটা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। এর আগে আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সি ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষায় ৩০ হাজার ৬৭৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫২০টি। এ হিসেবে বি ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ১ ঘণ্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।

Also Read: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শেষ আজ

Also Read: ইরাকের বিশ্ববিদ্যালয়ে ৪৬৫ বৃত্তি, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

বি ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল ১০টা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে লাইন করে পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরা। সত্যেন্দ্রনাথ বসু একাডেমী ভবন, ৩১ মে

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ভর্তি পরীক্ষার কক্ষে প্রবেশ না করেই পরীক্ষাকেন্দ্র (একাডেমিক ভবন) ঘুরে দেখেন। তিনি ভর্তি পরীক্ষা নিয়ে বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

Also Read: দ্বাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ৪ জুন

এবার বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটে কোটা ছাড়া ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করায় একক আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮১৬।

Also Read: ডুয়েটে পোস্টগ্র্যাজুয়েটে ভর্তির সুযোগ, যেভাবে আবেদন করবেন

Also Read: সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়ার সুযোগ

এর আগে গত সোমবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি শুরু পরীক্ষা হয়। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ। এরপর গতকাল মঙ্গলবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৭

এদিকে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে সন্দেহজনকভাবে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত ব্যক্তিরা প্রক্সি ও জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। পরে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।