Thank you for trying Sticky AMP!!

বেফাকের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

গতকাল শনিবার বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরআন মারহালায় ২২ হাজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় স্টার মার্ক পেয়েছেন ৫ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২০ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৫৪ জন। www.wifaqresult.com এ ফলাফল পাওয়া যাবে।

শনিবার দুপুর ১২টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল হক ও মুহা. রফিকুল হক পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক যোবায়ের আহমাদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পরে তিনি ফলাফল ঘোষণা করেন। এ সময় বেফাকের মহাপরিচালক বলেন, কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছেন।