এইচএসসি বিএম-বিএমটি ও এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা ২৭ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
টিসি, পিসি নম্বর এন্ট্রি ও অনলাইনে ফরম পূরণ: ২৭ মার্চ
বিলম্ব ফিসহ ফরম পূরণের তারিখ (প্রতি পরীক্ষার্থী ৩০০ টাকা): ১০ এপ্রিল
বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানাসহ ফরম পূরণের তারিখ (প্রতি পরীক্ষার্থী ৩০০ টাকা ও প্রতিষ্ঠান জরিমানা ২৫০০/–সহ): ১৭ এপ্রিল
সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের ফি জমা: ৩০ এপ্রিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ছকে বর্ণিত তারিখের ব্যত্যয় ঘটানো যাবে না। ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন। ফরম পূরণের ফি জমা দেওয়ার ক্ষেত্রে সোনালী সেবা Payment Getway (মোবাইল ব্যাংকিং/ব্যাংক একাউন্ট) অথবা Payment Slip ডাউনলোড করে সোনালী ব্যাংকের কাউন্টারের মাধ্যমে জমা দেওয়া যাবে। ফরম পূরণের ফি পেইড না থাকলে পরবর্তী সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না।