
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুলতান-উল-ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৭৩–এর (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩(১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদকাল হবে চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। সহ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ–সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তাঁর নিয়োগ কার্যকর হবে ১৭ জুলাই থেকে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’
সুলতান-উল-ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ’ ব্যানারে আন্দোলনকারীদের আহ্বায়ক ছিলেন। বিদায়ী উপাচার্য আবদুস সোবহানসহ তাঁর প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে বেশ তৎপর ছিলেন।
সুলতান-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁকে একটি গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। ১৭ জুলাই তিনি যোগ দেবেন।