Thank you for trying Sticky AMP!!

গাইড–কোচিং ব্যবসা নষ্টের ভয়ে শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে। নোট, গাইড ও কোচিং ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে এসব করছে।

শিক্ষামন্ত্রী গতকাল শনিবার রাজধানীর ইডেন কলেজের ১৫০ বছরপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Also Read: কানাডায় পড়ছেন, ১৩টি জরুরি নম্বর আপনার জানা দরকার

Also Read: জাপানে বৃত্তি, বয়স ৩৫ বছরের নিচে ও স্নাতক পাস হলেই আবেদন

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে। সবাইকে বলব সত্য জেনে নেবেন, গুজবে কান দেবেন না।’

দীপু মনি বলেন, ‘শেখ হাসিনার হাতে আমরা একটি যুগোপযোগী শিক্ষানীতি পেয়েছি। পাশাপাশি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা একটি জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি।’ শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘একুশ শতকের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে।’

Also Read: মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, আইএলটিএসে ৬.৫ হলে আবেদন