Thank you for trying Sticky AMP!!

ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | সুখ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সুখ

২১. সবাই সুখী হতে চায়। কারণ, সুখ হচ্ছে —

i. আত্মার প্রশান্তি

ii. মনের তৃপ্তি

iii. দৈহিক প্রশান্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. ‘উচ্চস্বর’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. বজ্রকণ্ঠ খ. ক্ষীণকণ্ঠ

গ. স্ফীতস্বর ঘ. অস্পষ্ট স্বর

২৩. কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক. নির্মাল্য খ. জীবনপথ

গ. আলো ও ছায়া ঘ. দীপ ও ধূপ

২৪. পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের মধ্য দিয়ে কী গড়ে উঠেছে?

ক. পৃথিবী খ. রাষ্ট্র

গ. মানবসমাজ ঘ. মহাদেশ

২৫. ‘সুখ’ কবিতা পাঠ্যভুক্ত করার উদ্দেশ্য কোনটি?

ক. আত্মকেন্দ্রিক করা

খ. মানবপ্রেমে উদ্ধুদ্ধ করা

গ. স্বার্থপর হওয়া

ঘ. চেতনা জাগ্রত করা

২৬. কবি কামিনী রায় তাঁর ‘সুখ’ কবিতায় কোন বিষয়টি উদ্ঘাটন করেছেন?

ক. সুখ লাভের উপায় খ. সুখের ক্ষেত্র

গ. সুখের চিন্তা ঘ. সুখের বাসনা

২৭. ‘জগত্তারিণী’ কী?

ক. গল্পগ্রন্থ খ. কাব্যগ্রন্থ

গ. নারীদের সংগঠন ঘ. সম্মাননা পদক

২৮. ‘সুখ’ কবিতায় এ ধরা কেমন বলে খেদ প্রকাশ করা হয়েছে?

ক. নিরানন্দময় খ. বিষাদময়

গ. আনন্দময় ঘ. কোলাহলময়

২৯. আত্মসুখ অন্বেষণকারীর কী পরিণাম হয়?

ক. প্রকৃত সুখের স্বাদ পায়

খ. প্রকৃত সুখের স্বাদ পায় না

গ. সদা ব্যস্ত সময় কাটায়

ঘ. জীবন অসফল হয়

৩০. কে সুখ লাভ করবে?

ক. যে উপকার করবে

খ. যে জীবনসংগ্রামে জয়ী হবে

গ. যে আত্মসচেতন হয়ে উঠবে

ঘ. যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে

সঠিক উত্তর

সুখ: ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.খ ৩০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১১-২০)