অনুচ্ছেদ পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সালোকসংশ্লেষণ ও শ্বসন হলো উদ্ভিদদেহে সংঘটিত দুটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া। এদের একটিতে গ্লুকোজ উৎপন্ন হয় এবং অপরটিতে গ্লুকোজ জারিত হয়।
২১. প্রথম বিক্রিয়াটি উদ্ভিদদেহের কোথায় ঘটে?
ক. ক্লোরোপ্লাস্টে খ. মাইটোকন্ড্রিয়ায়
গ. রাইবোজোমে ঘ. নিউক্লিয়াসে
২২. উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়ায়—
i. গ্লুকোজ জারিত হয়
ii. অক্সিজেন গৃহীত হয়
iii. দেহের ওজন কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
২৩. কোনটি জীবকোষের সকল জৈব ক্রিয়ার জন্য অপরিহার্য?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
২৪. শ্বসনের ফলে জীবদেহে কী উৎপন্ন হয়?
ক. শক্তি ও অক্সিজেন
খ. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড
গ. শক্তি ও কার্বন ডাই–অক্সাইড
ঘ. শক্তি ও কার্বন মনোক্সাইড
২৫. শ্বসন প্রক্রিয়া —
i. একটি বিপাকীয় ক্রিয়া
ii. দিন–রাত্রি সব সময় ঘটে
iii. সকল ক্ষেত্রে CO₂ উৎপন্ন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়—
i. অক্সিজেন
ii. ATP
iii. কার্বন ডাই–অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭.শ্বসন প্রক্রিয়া চলাচালে—
i. সকল জীব CO₂ গ্রহণ করে
ii. জীব CO₂ ত্যাগ করে
iii. স্থৈতিক শক্তি গতিশক্তিকে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. শ্বসন প্রক্রিয়ার অপর নাম কী?
ক. পরিপাক খ. বিপাক
গ. ব্যাপন ঘ. অভিস্রবণ
২৯. ব্যাকটেরিয়ার শ্বসন অঙ্গ কোনটি?
ক. সমগ্র দেহতল খ. ফুলকা
গ. ত্বক ঘ. ফুসফুস
৩০. শ্বসনের অঙ্কুরিত ছোলা বীজের পরীক্ষার সাহায্যে কোন ঘটনা বোঝা যায়?
ক. শর্করা তৈরি খ. গ্লুকোজ তৈরি
গ. তাপ উৎপাদন ঘ. শক্তি উৎপাদন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.ক ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.খ ২৯.গ ৩০.ঘ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা