Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ২ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. ‘ক্রমহ্রাসমান প্রা​ন্তিক উপযোগ বিধি’র প্রবক্তা কে?

ক. এল রবিন্স খ. আলফ্রেড মার্শাল

গ. কেইন্স ঘ. স্যামুয়েলসন

৩২. ‘দ্রব্যের চাহিদা’ কিসের ওপর নির্ভরশীল?

ক. ক্রেতার আয় খ. ক্রেতার ক্রয়

গ. জোগান ঘ. কোনটি নয়

৩৩. দ্রব্যের দাম কমলে কী হয়?

ক. চাহিদা বৃদ্ধি পায়

খ. চাহিদা হ্রাস পায়

গ. জোগান বৃদ্ধি পায়

ঘ. জোগান হ্রাস পায়

৩৪. যার মান পরিবর্তিত হয়, তাকে কী বলে?

ক. ধ্রুবক খ. চলক

গ. রেখা ঘ. অপেক্ষক

৩৫. ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কী বলে?

ক. বাজার চাহিদা

খ. উৎপাদকের চাহিদা

গ. ভোক্তার চাহিদা

ঘ. কোনোটিই নয়

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

৩৬. প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়, মোট উপযোগ তখন কী হয়?

ক. বৃদ্ধি পায় খ. হ্রাস পায়

গ. স্থির থাকে ঘ. শূন্য হয়

৩৭. চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কী বলে?

ক. ঢাল খ. চাহিদা রেখা

গ. চাহিদা সূচি ঘ. চলক

৩৮. বাজার ভারসাম্য নির্ধারণের শর্ত কী?

ক. দাম = জোগান

খ. উৎপাদন = জোগান

গ. উৎপাদন = দাম

ঘ. চাহিদা = জোগান

৩৯. চাহিদা রেখা বাঁ দিকে স্থানান্তরিত হয় কখন?

ক. চাহিদা বৃদ্ধি পেলে

খ. চাহিদা হ্রাস পেলে

গ. জোগান বৃদ্ধি পেলে

ঘ. জোগান হ্রাস পেলে

৪০. জোগানের নির্ধারক কোনটি?

ক. ভোক্তার আয়

খ. ভোক্তার ব্যয়

গ. উপকরণের দাম

ঘ. উৎপাদনের পরিমাণ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.খ ৩২.ক ৩৩.ক ৩৪.খ ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪