Thank you for trying Sticky AMP!!

পঞ্চম শ্রেণি - বাংলা | হাতি আর শিয়ালের গল্প : প্রশ্নোত্তর (৭-৮ )

পঞ্চম শ্রেণির পড়াশোনা

হাতি আর শিয়ালের গল্প

৭. প্রশ্ন: সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন?

উত্তর: বন্য প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো শিয়াল। কৌশল ও চালাকির জন্য শিয়াল বনের সব পশুর কাছে সমাদৃত। তাই সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল হাতিকে শাস্তি দেওয়ার জন্য।

৮. প্রশ্ন: শিয়াল কীভাবে বনের পশুপাখিকে রক্ষা করল?

উত্তর: হাতির অত্যাচারে বনের সবাই ভীত, তটস্থ ও শঙ্কিত হয়ে পড়েছিল। সিংহ, বাঘ, ভালুক, বানর, হরিণ ও বনবিড়ালের পরামর্শে বুদ্ধিমান শিয়ালকে এই বিষয়ে একটা বিহিত ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হয় হাতির আস্তানায়। হাতির আস্তানায় ঢুকে শিয়াল লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে প্রথমে হাতিকে সালাম দিল। তারপর বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে, সবাই উদগ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় সবাই। তারপর হাতিকে কৌশলে নদীর পানিতে ডুবিয়ে শিয়াল বনের পশুপাখিকে রক্ষা করল।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা