এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১৩১-১৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১৩১. কোনটি ক্রায়োসার্জারির সঙ্গে সম্পর্কিত?

ক. ফাজি লজিক

খ. বিশেষ ধরনের গ্লাভস

গ. নাইট্রোজেন

ঘ. নেভিগেশন

১৩২. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি—

i. ক্রায়োপ্রোব

ii. স্প্রে ডিভাইস

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৩. স্মার্ট অস্ত্র কী?

ক. ফোর্স মাল্টিপ্লায়ার

খ. ডাম্ব বোম্ব

গ. তথ্যপ্রযুক্তিনির্ভর উচ্চ মাত্রার কার্যকর ও নির্ভুল সমরাস্ত্র

ঘ. কৃত্রিম উপগ্রহ

১৩৪. মুঠোফোন সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সাহায্য করে?

ক. বায়োমেট্রিক্স

খ. ক্রায়োসার্জারি

গ. ন্যানো টেকনোলজি

ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

১৩৫. কীভাবে ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার না করে কম্পিউটার সিস্টেমে লগইন করা যায়?

ক. স্বাক্ষর শনাক্তকরণের মাধ্যমে

খ. ডিএনএর মাধ্যমে

গ. আঙুলের ছাপের মাধ্যমে

ঘ. রেটিনা স্ক্যানের মাধ্যমে

উদ্দীপকটি পড়ে ১৩৬ ও ১৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হামিম সাহেব ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সব যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

১৩৬. উদ্দীপকের দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তি কী হতে পারে?

ক. ফিঙ্গার প্রিন্ট

খ. হ্যান্ড জিওমেট্রি

গ. রেটিনা স্ক্যান

ঘ. ডিএনএ অ্যানালাইসিস

১৩৭. হামিম সাহেবের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে—

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে

ii. প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে

iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৮. বায়োইনফরমেটিক্স কী নিয়ে কাজ করে?

ক. ব্যক্তির বৈশিষ্ট্য

খ. কাল্পনিক জগৎ

গ. জীববিজ্ঞান–সংক্রান্ত তথ্য

ঘ. টেলিকমিউনিকেশন

১৩৯. কোন ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় না?

ক. ড্রাগ আবিষ্কারে

খ. প্রোটিনের গঠন আবিষ্কারে

গ. ডিএনএ ম্যাপিংয়ে

ঘ. ব্যক্তি শনাক্তকরণে

১৪০. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?

ক. ন্যানো টেকনোলজি

খ. বায়োইনফরমেটিক্স

গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ. ক্রায়োসার্জারি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৩০.ঘ ১৩১.গ ১৩২.ক ১৩৩.গ ১৩৪.ক ১৩৫.গ ১৩৬.ঘ ১৩৭.ঘ ১৩৮.গ ১৩৯.ঘ ১৪০.খ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা