Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বাংলা | এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন কত তারিখে?

ক. ১৯৭১ সালের ১ মার্চ

খ. ১৯৭১ সালের ৩ মার্চ

গ. ১৯৭১ সালের ৭ মার্চ

ঘ. ১৯৭১ সালের ১৫ মার্চ

২. রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণই বাংলাদেশের স্বাধীনতার আহ্বান। এই ভাষণে কী ছিল?

ক. আজও স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়

খ. সংগ্রাম পরিষদ গড়ে তোলার অঙ্গীকার

গ. অ্যাসেম্বলিতে না বসার আহ্বান

ঘ. বাঙালির সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রামের আহ্বান

৩. আইয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. ইয়াহিয়া খান

গ. মাওলানা ভাসানী

ঘ. জুলফিকার আলী ভুট্টো

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতনের শিকার হন। নির্বাসিত জীবন যাপন করেন। ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাঁর জীবন থেকে কেড়ে নেয় ২৭টি বছর। কিন্তু তিনি কখনো মাথা নত করেননি। অবশেষে জয় হয় মানবতার, অবসান ঘটে বর্ণবাদের।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেলসন ম্যান্ডেলা উভয়ের মধ্যে গুণের মিল রয়েছে—

i. সহনশীলতা

ii. দেশপ্রেম

iii. আপসহীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. বঙ্গবন্ধুর এই বিশেষ গুণ আমাদের কী উপহার দিয়েছে?

ক. গভীর দেশপ্রেম

খ. বাঙালি সংস্কৃতি

গ. স্বাধীন রাষ্ট্র

ঘ. বৈষম্য থেকে মুক্তি

Also Read: অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

৬. পাকিস্তানে গণ-অভ্যুত্থান হয় কত সালে?

ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে

গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে

৭. ‘মার্শাল ল’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. সামরিক শাসন খ. গণতান্ত্রিক আইন

গ. একনায়কতন্ত্র ঘ. বিদেশিদের শাসন

৮. ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদে প্রথম অধিবেশন ডাকেন কবে?

ক. ১৯৭১ সালের ২ মার্চ

খ. ১৯৭১ সালের ৩ মার্চ

গ. ১৯৭১ সালের ৪ মার্চ

ঘ. ১৯৭১ সালের ৫ মার্চ

৯. ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন কবে?

ক. ১৯৭১ সালের ১ মার্চ

খ. ১৯৭১ সালের ২ মার্চ

গ. ১৯৭১ সালের ৩ মার্চ

ঘ. ১৯৭১ সালের ৫ মার্চ

১০. কত সালে ৬ দফা ঘোষণা করা হয়?

ক. ১৯৬৩ সালে খ. ১৯৬৪ সালে

গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৬ সালে

সঠিক উত্তর

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ১.গ ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা