Thank you for trying Sticky AMP!!

নবম শ্রেণি - জীববিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৪১. কত তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

ক. ৪০০–৪৮০ ন্যানোমিটার এবং ৬৮০ ন্যানোমিটার

খ. ৪২০–৪৮০ ন্যানোমিটার এবং ৬৯০ ন্যানো মিটার

গ. ৪৮০–৫৮০ ন্যানোমিটার এবং ৭৮০ ন্যানোমিটার

ঘ. ৪৯০–৫৮০ ন্যানোমিটার এবং ৮৮০ ন্যানোমিটার

৪২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?

ক. ২২°–৩৫° সেলসিয়াস

খ. ২৪°–৩৮° সেলসিয়াস

গ. ২৪°–৪৮° সেলসিয়াস

ঘ. ২৪°–৬৮° সেলসিয়াস

৪৩. কোন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে?

ক.কার্বন–ডাই–অক্সাইডবিহীন

খ. অক্সিজেনবিহীন

গ. ক্লোরোফিলবিহীন

ঘ. মিথেনবিহীন

৪৪. ক্লোরোফিলের প্রধান উপকরণ—

i. অক্সিজেন

ii. নাইট্রোজেন

iii. ম্যাগনেশিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. কোন পাতায় সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে?

ক. কম বয়সী খ. মধ্য বয়সী

গ. প্রাপ্ত বয়সী ঘ. কচি বয়সী

৪৬. কখন উদ্ভিদের পাতায় বেশি শর্করা জমা হয়?

ক. সকালে খ. দুপুরে

গ. বিকেলে ঘ. রাতে

৪৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে—

i. O2 ও CO2 এর সঠিক অনুপাত রক্ষা

ii. পরিবেশের ভারসাম্য রক্ষা

iii. জৈব জীবন রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ?

ক. ১৮.২৫ ভাগ খ. ১৯.২০ ভাগ

গ. ২০.৯৫ ভাগ ঘ. ২১.৯৫ ভাগ

৪৯. বাতাসে কার্বন ডাই–অক্সাইড গ্যাসের পরিমাণ কত?

ক. ০.০৩৩ ভাগ খ. ০.০০৪ ভাগ

গ. ০.০০৫ ভাগ ঘ. ০.০০৬ ভাগ

৫০. জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি কত ঘণ্টা শ্বসন চলতে থাকে?

ক. ৮ খ. ১২

গ. ১৬ ঘ. ২৪

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.গ ৪৫.খ ৪৬.গ ৪৭.ক ৪৮.গ ৪৯.ক ৫০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা