
সপ্তম শ্রেণির পড়াশোনা
১. বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত প্রথম স্কুলটি কত জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে?
ক. পাঁচ খ. ছয়
গ. সাত ঘ. আট
২. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতার সেন্ট জেভিয়ার্সে
খ. রংপুরের পায়রাবন্দে
গ. লক্ষ্মীপুরের হাজিপাড়ায়
ঘ. বিহারের ভাগলপুরে
৩. সৈয়দ সাখাওয়াত হোসেন বিহারের কোথায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন?
ক. রাজশাহীতে খ. কলকাতায়
গ. পায়রাবন্দে ঘ. ভাগলপুরে
৪. রোকেয়ার বাড়িটি কয় বিঘা জমির মাঝখানে ছিল?
ক. সাড়ে ছয় বিঘা খ. সাড়ে তিন বিঘা
গ. সাড়ে চার বিঘা ঘ. সাড়ে পাঁচ বিঘা
৫. রোকেয়া বাংলা, ইংরেজি ছাড়া আর কোন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন?
ক. উর্দু খ. ভাগলপুরি
গ. মারাঠি ঘ. হিন্দি
৬. সাহিত্যিক হিসেবে রোকেয়ার আত্মপ্রকাশ ঘটে কোন সালে?
ক. ১৯০১ সালে খ. ১৯০২ সালে
গ. ১৯১২ সালে ঘ. ১৯২২ সালে
৭. পিপাসা রচনাটি প্রথম কোন পত্রিকায় ছাপা হয়?
ক. কল্লোল খ. সবুজপত্র
গ. নবপ্রভা ঘ. দীপান্বিতা
৮. রোকেয়ার প্রথম ইংরেজি রচনা কোনটি?
ক. সুলতানাজ ড্রিম
খ. অবরোধবাসিনী
গ. পদ্মারাঙা
ঘ. মতিচুর
৯. কত সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯০৯ সালে ঘ. ১৯১১ সালে
১০. আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম সংগঠনটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯১৫ সালে খ. ১৯১৬ সালে
গ. ১৯১৭ সালে ঘ. ১৯১৮ সালে
সঠিক উত্তর
রোকেয়া সাখাওয়াত হোসেন: ১.ক ২.খ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.ক ৯.গ ১০.খ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা