Thank you for trying Sticky AMP!!

অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ২

২৫. এনজিও থেকে প্রাপ্ত ৫ বছর মেয়াদি কৃষিঋণ কোন ধরনের ঋণের আওতাভুক্ত?

ক. ক্ষুদ্রঋণ খ. স্বল্পমেয়াদি ঋণ

গ. মধ্যমেয়াদি ঋণ ঘ. দীর্ঘমেয়াদি ঋণ

উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর উত্তর দাও।

রাশেদ সাহেব উত্তরাঞ্চলের বাসিন্দা। সেখানে প্রায়ই বন্যা হয়। এ বছর বন্যায় রাশেদ সাহেবের অনেক ধান নষ্ট হয়। তিনি আঞ্চলিক কৃষি অফিসে যাওয়ায় তারা তাঁকে কিছু ধানের বীজ সরবরাহ করে।

২৬. কৃষি অফিস রাশেদ সাহেবকে কোন জাতের বীজ সরবরাহ করেছে?

ক. ব্রি ধান-৫২ খ. ব্রি ধান-৫৩

গ. ব্রি ধান-৫৪ ঘ. ব্রি ধান-৫৫

২৭. কৃষিতে আইসিটি ব্যবহারের ফলে—

i. কৃষির উৎপাদন বৃদ্ধি পায়

ii. আবহাওয়াসংক্রান্ত তথ্য পাওয়া যায়

iii. শস্যরোগের দমন সহজ হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. জলবায়ু পরিবর্তনের ফলে—

i. প্রাণিকুলের প্রজননপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়

ii. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি দেখা দেয়

iii. মাটির আর্দ্রতা হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. শস্য বহুমুখীকরণের ফলে—

i. একাধিক ফসল পাওয়া যায়

ii. বহুমুখী চাহিদা পূরণ হয়

iii. উৎপাদনঝুঁকি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) : অধ্যায় ৩ | ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

৩০. কৃষিপণ্য বিপণন সমস্যার সমাধানে প্রয়োজন—

i. বাজার ব্যবস্থার উন্নয়ন

ii. কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণ

iii. পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কী?

ক. সেবা খ. শিল্প

গ. বাণিজ্য ঘ. কৃষি

৩২. কৃষকেরা পরস্পর স্বেচ্ছায় জমি একত্র করে যে খামার গড়ে তোলেন তাকে কী বলা হয়?

ক. ব্যক্তিগত খামার খ. ক্ষুদ্রায়তন খামার

গ. সমবায় খামার ঘ. যৌথ খামার

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.ঘ ২৯.ঘ ৩০.ঘ ৩১.ঘ ৩২.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ৩ | ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪