Thank you for trying Sticky AMP!!

সুদমুক্ত শিক্ষাঋণ ও অনুদান দিবে হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘মেধা লালন প্রকল্পের’ অধীনে শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষাঋণ প্রদান করবে।

দেশের সব শিক্ষা বোর্ড থেকে শুধু ২০২২ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।

শিক্ষাঋণের আরো বিস্তারিত শর্তাবলি নিচে সংযুক্ত ছবিতে দেওয়া হলো

ডাকযোগে বা সরাসরি অফিসে (শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত) আবেদন ফরম জমা দেওয়া যাবে।

শিক্ষাঋণ ও শিক্ষা উপকরণ কেনার জন্য অনুদানের পরিমাণ:

উচ্চমাধ্যমিক শ্রেণি:

  • মাসিক শিক্ষাঋণ: ১,১৫০ টাকা

  • অনুদান: (প্রতি শিক্ষাবর্ষে) বিজ্ঞান/ভোকেশনাল: ৭০০ টাকা, মানবিক/বাণিজ্য/অন্যান্য: ৫০০ টাকা

স্নাতক শ্রেণি:

  • মাসিক শিক্ষাঋণ: জেনারেল: ১,৭০০ টাকা, টেকনিক্যাল: ১, ৮০০ টাকা

  • অনুদান: (প্রতি শিক্ষাবর্ষে) জেনারেল: ১,০০০ টাকা, টেকনিক্যাল: ২,০০০ টাকা

আবেদনকারীর যোগ্যতা:

  • বিভাগ: বিজ্ঞান/ভোকেশনাল: ন্যূনতম জিপিএ: (জেলা সদরের স্কুল): ৪.৪, ন্যূনতম জিপিএ: (জেলা সদরের বাহিরের স্কুল): ৪.২

  • মানবিক/বাণিজ্য/অন্যান্য: ন্যূনতম জিপিএ: (জেলা সদরের স্কুল): ৪.২। (জেলা সদরের বাহিরের স্কুল): ৪.০

শুধু প্রাথমিকভাবে বাছাইকৃত ছাত্রছাত্রীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। প্রকল্প সংশ্লিষ্ট সকল বিষয়ে ফাউন্ডশনের সিদ্ধান্তই চূড়ান্ত।

আবেদন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখঃ ৩০ মার্চ।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: hdfbd.com

Also Read: খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি