Thank you for trying Sticky AMP!!

বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

[পূর্ববর্তী লেখার পর]

প্রবাস বন্ধু

৩০. ‘ওরভোয়া’ বাক্যটি কোন ভাষার?

ক. ফারসি খ. ফরাসি

গ. স্প্যানিশ ঘ. পর্তুগিজ

৩১. ‘ওরভোয়া’ মানে কী?

ক. বিকেলে দেখা হবে খ. আবার দেখা হবে

গ. পরে দেখা হবে ঘ. যখন দেখা হবে

৩২. ‘মর্তমান দ্বীপ’ কোন দেশে অবস্থিত?

ক. বাংলাদেশ খ. মিয়ানমার

গ. আফগানিস্তান ঘ. ফ্রান্স

৩৩. ‘পান্তুয়া’ কী?

ক. একজাতীয় মিষ্টি খ. একজাতীয় ফল

গ. একজাতীয় সবজি ঘ. একজাতীয় মসলা

৩৪. ‘তাগদ’ শব্দের অর্থ কী?

ক. শক্তি খ. আগুন

গ. ক্ষয় ঘ. বৃদ্ধি

৩৫. ‘পুনরপি’ শব্দের অর্থ কী?

ক. পুনরায় খ. একবার

গ. সব সময় ঘ. কখনোই নয়

Also Read: ভূগোল ও পরিবেশ - এসএসসি ২০২৪

৩৬. ‘ব্রহ্মরন্ধ্র’ শব্দের অর্থ কী?

ক. দেবতা খ. তালুর কেন্দ্রবতী ছিদ্র

গ. হাতের তালু ঘ. পায়ের তালু

৩৭. ‘বপু’ শব্দের অর্থ কী?

ক. দেহ খ. ছোট দেহ

গ. বড় দেহ ঘ. পেট

৩৮. লব–ই–দরিয়া কী?

ক. একটি পাহাড় খ. কাবুলের পর্বত

গ. কাবুলের নদী ঘ. একটি রাস্তার নাম

৩৯. ‘কার গোয়াল কে দেয় ধোয়া’—লেখক আবদুর রহমানের ভেতর কী দেখে এ কথা বলেছেন?

ক. আন্তরিকতার বাড়াবাড়ি খ. শক্তিমত্তার পরিচয়

গ. ভোজনবিলাসের পরিচয় ঘ. জ্ঞানের বহর

৪০. পানশির কোথায় অবস্থিত?

ক. উত্তর আফগানিস্তানে খ. দক্ষিণ আফগানিস্তানে

গ. পূর্ব আফগানিস্তানে ঘ. পশ্চিম আফগানিস্তানে

সঠিক উত্তর

প্রবাস বন্ধু: ৩০.খ ৩১.খ ৩২.খ ৩৩.ক ৩৪.ক ৩৫.ক ৩৬.খ ৩৭.ক ৩৮.গ ৩৯.ক ৪০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

Also Read: ভূগোল ও পরিবেশ - এসএসসি ২০২৪