Thank you for trying Sticky AMP!!

বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৬১. প্রেজেন্টেশনের জন্য view মেনুর রিবন থেকে কোন অপশনটি select করতে হয়?

ক. Slide show খ. slide

গ. F5 ঘ. Animation

৬২. স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে?

ক. Esc

খ. Enter

গ. backspace

ঘ. Tab

৬৩. কোন স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়?

ক. নিস্ক্রিয় স্লাইডে খ. ১ম স্লাইডে

গ. সক্রিয় স্লাইডে ঘ. শেষ স্লাইডে

৬৪. Design মেনুর রিবনের একেবারে ডানের দিকে কোন অপশনটি থাকে?

ক. Format

খ. slide show

গ. Background style

ঘ. Transition sound

৬৫. পাওয়ারপয়েন্টে Background style ড্রপ-ডাউন বারে click করলে কী পাওয়া যায়?

ক. কালার প্যাড

খ. সলিড ফিল

গ. Path

ঘ. গ্রেডিয়েন্ট ও রঙের প্যালেট

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ৩১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

৬৬. স্লাইডের background রং আরোপ করতে কোন বোতামে click করতে হবে?

ক. Color খ. Solid fill

গ. Stroke ঘ. Foreground

৬৭. Format background dialog box বন্ধ করতে কোন বোতামে click করতে হবে?

ক. close খ. Delete

গ. Exit ঘ. Reset

৬৮. পাওয়ারপয়েন্টে picture আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?

ক. Insert খ. Home

গ. File ঘ. Format

৬৯. কীভাবে স্লাইডে ছবিকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে?

ক. Enter ব্যবহারে

খ. crop tool ব্যবহারে

গ. ছবিটি drag করে

ঘ. সিলেকশন টুল ব্যবহারে

৭০. ছবির আকার ছোট-বড় করা যাবে কিসের সাহায্যে?

ক. Remove খ. Resize

গ. Blind ঘ. Animation

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬১.ক ৬২.ক ৬৩.গ ৬৪.গ ৬৫.ঘ ৬৬.খ ৬৭.ক ৬৮.ক ৬৯.গ ৭০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Also Read: এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ৩১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৭)