Thank you for trying Sticky AMP!!

অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | প্রার্থনা : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রার্থনা

১. কার আসল নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী?

ক. মমতাজ উদ্দীন আহমদ

খ. কবির আহমেদ

গ. মুস্তাফা মনোয়ার

ঘ. কায়কোবাদ

২. ‘অশ্রুমালা’ কাব্যটি কার রচনা?

ক. জসীমউদ্দীনের

খ. জীবনানন্দ দাশের

গ. মাইকেল মধুসূদন দত্তের

ঘ. কায়কোবাদের

৩. কায়কোবাদ নিজ গ্রামে কিসের দায়িত্ব পালন করেন?

ক. শিক্ষকতা

খ. পোস্টমাস্টার

গ. গ্রামের সভাপতি

ঘ. জমিদারি

৪. কবি কায়কোবাদের মৃত্যু হয় কত সালে?

ক. ১৯৫১ খ. ১৯৫২

গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪

৫. ‘মহাশ্মশান’ কবি কায়কোবাদের কোন ধরনের রচনা?

ক. মহাকাব্য খ. উপন্যাস

গ. নাটক ঘ. ছোটগল্প

৬. ‘প্রার্থনা’ কবিতায় ‘আমি নিঃসম্বল’-এর পরের চরণ কোনটি?

ক. তুমি মোর পথের সম্বল

খ. তোমারি দুয়ারে আজি রিক্ত করে

গ. তোমারি নিশ্বাসে বসন্তের বায়ু

ঘ. তব স্নেহকণা জগতের আয়ু

৭. কবি কায়কোবাদ বিপদে-আপদে সুখের সময়ে বিধাতার কাছে কোনটি চান?

ক. শক্তি খ. সাহস

গ. শান্তি ঘ. করুণা

৮. কবি প্রভুকে কী সঁপিতে দাঁড়িয়েছেন?

ক. আবেদন-নিবেদন

খ. স্তুতি

গ. ভক্তি

ঘ. আঁখিজল

৯. ‘প্রার্থনা’ কবিতায় বিধাতার দুয়ারে কবি কী নিয়ে দাঁড়িয়েছেন?

ক. শূন্য হাতে খ. সম্বল নিয়ে

গ. শোকানলসহ ঘ. অবসাদ নিয়ে

১০. ‘প্রার্থনা’ কবিতায় কবি স্রষ্টাকে কী সমর্পণ করেছেন?

ক. স্তুতি খ. ভক্তি

গ. অশ্রু ঘ. আরতি

সঠিক উত্তর

প্রার্থনা: ১.ঘ ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা