সবার এক একান্ত গোপন সমুদ্র আছে...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, খায়রুল বাসার, আইশা খানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
শুটিংয়েই দেখা হয়। সে যেন আত্মিক সম্পর্ক। দিলারা জামান অনেক স্নেহ করেন জিয়াউল ফারুক অপূর্বকে। পছন্দের সেই মানুষের সঙ্গে ছবিটি পোস্ট করে ভালোবাসা জানালেন অপূর্ব। লিখেছেন, ‘ভালোবাসা।’ একভক্ত লিখেছেন, ‘অভিনয়জগতের আপনারা দুজনই পছন্দের।’
শুটিংয়েই দেখা হয়। সে যেন আত্মিক সম্পর্ক। দিলারা জামান অনেক স্নেহ করেন জিয়াউল ফারুক অপূর্বকে। পছন্দের সেই মানুষের সঙ্গে ছবিটি পোস্ট করে ভালোবাসা জানালেন অপূর্ব। লিখেছেন, ‘ভালোবাসা।’ একভক্ত লিখেছেন, ‘অভিনয়জগতের আপনারা দুজনই পছন্দের।’
‘ঢাকা অ্যাটাক’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন পরিচালক দীপংকর দীপন। তিনি ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘যারা দেশি-বিদেশি-পথ কুকুরদের জন্য প্রতিষ্ঠান বানিয়েছেন, তাঁরা আমার ইনবক্সে জানাবেন, প্লিজ। আমি সেখানে যেতে চাই, কুকুরদের জন্য কামলা খাটতে চাই ও আপনাদের ফান্ড রাইজ করে দিতে চাই।’
তরুণ অভিনেত্রী আইশা খানকে নানা রকম সাজে দেখা যায়। এবার তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যে পোশাকে বাঙালিয়ানা পূর্ণতা পায়।’
শখের ফটোগ্রাফার অভিনেতা খায়রুল বাসার। শুটিংয়ের ফাঁকে ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, ‘সকলেই কিছু আলাদা বাক্স। সবার এক একান্ত গোপন সমুদ্র আছে। যেখানে সে কাউকে ডাকে না কখনো।’
পরিচালক দেবাশীষ বিশ্বাস ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্লেব্যাক কিং কুমার শানু। আপনার কণ্ঠের আশীর্বাদ আমাদের জন্য বর্ষিত হোক আজীবন।’