‘ঢাকার ট্রাফিক, ধুলো, রিকশা, মশা, চা, ফুচকা—সবই উপভোগ করছি’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী শবনম ফারিয়া, মৌ, শরাফ আহমেদদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
এখন কি সংসারী হয়ে যাচ্ছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া? সেই প্রশ্ন করেছেন ভক্তরা। শবনম ফারিয়া পোস্টেে লিখেছেন, ‘যখন কিউট কিউট কাপ–পিরিচ দেখলেই কিনতে ইচ্ছে করবে, বুঝতে পারবা তুমি মেয়ে থেকে “বেডি” দিকে পা বাড়িয়েছ। ব‍্যাপার না, বেডিরাও কিউট।’
ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বছরে এক-আধবার বিদেশে ঘুরতে যাই, আর সেই ছবিগুলো মাঝেমধ্যে ফেসবুকে দিই। তাতেই নাকি অনেকের ধারণা—আমি বিদেশেই থাকি! না ভাই, ভ্রমণটা শখ, ঠিকানা কিন্তু এখনো ঢাকা শহর। এখনো এই জাদুর শহর ঢাকাতেই আছি। ঢাকার ট্রাফিক, ধুলো, রিকশা, মশা, চা, ফুচকা—সবই নিয়মিত উপভোগ করছি। এই জাদুর শহর ছেড়ে যাওয়া কি এত সহজ!’
নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঢাকার জ্যাম আমাকে শিখিয়েছে ধৈর্য আর চিকুনগুনিয়া বাড়াইছে ব্যথা হজম করার ক্ষমতা! ব্যস! আমারে আর কে আটকায়! জীবন...’
পরিচালক আরাফাত মহসিনের পরিচালনায় ‘আঁতকা’য় অভিনয় করেছেন আবুল হায়াত। প্রিয় অভিনেতার সঙ্গে ছবিটি পোস্ট করে আরাফাত লিখেছেন, ‘প্রতিদিন ভোরে শুটিংয়ের আগে আর ব্রেকের ফাঁকে আপনার সঙ্গে হওয়া কথাগুলো আমার জীবনে অনেক বড় একটা জায়গা নিয়ে থাকবে, রহমান সাহেব। আপনার বিশাল জীবনে আমাকে একটু জায়গা দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। এই প্রাপ্তি আমার জন্য অমূল্য। ভালোবাসা ও গভীর শ্রদ্ধা মায়েস্ত্রো আবুল হায়াত।’
এক সপ্তাহ আগে ‘সমাজটা সার্কাস’ শিরোনামে নতুন একটা গান প্রকাশ পেয়েছে। গানের মডেল হয়েছেন অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু। তিনি ছবিটি প্রকাশ করে লিখেছেন, ‘ভেতরে মায়া নেই, অনুভূতি নেই, আছে শুধু সার্কাসের হাসি।’