খায়রুল বাসার আর বেকার থাকবেন না...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, খায়রুল বাসার, গোলাম ফরিদাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
চঞ্চল চৌধুরী নাম লিখিয়েছেন ‘বিশ্বাস বনাম সরদার’ ধারাবাহিক নাটকে। নাটকের শুটিং থেকে ছবিটি পোস্ট করে লিখেছেন পছন্দের লাইন, ‘ফুল ফুটেছে/ গন্ধে সারা মন।’
ছবি: ফেসবুক থেকে
‘আপনি কি তরমুজ চাষ শুরু করেছেন?’ মন্তব্যে এমন প্রশ্ন অভিনেতা খায়রুল বাসারকে। তরমুজসহ ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আর বেকার থাকব না, মায়ের বকা খাব না।’
নিজের প্রচারণায় অনেকটা আড়ালেই থাকেন অভিনেতা আশরাফুল আশীষ। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জীবনটা তো আর গণিতের খাতা নয় যে সব হিসাব মিলতেই হবে। কিছু মুহূর্ত শুধুই এভাবে গুটিয়ে বসে থাকার জন্য।’
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ে এ মাস থেকে মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। তাঁদের পৌঁছে দিতে গেছেন এই অভিনেত্রী। একা ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নীল বেদনার রং! মুখে হাসির রেশ ধরে রেখে কষ্ট আড়াল করাটা আমাদের অনেক পুরোনো অভ্যাস। তাই রঙেই প্রকাশ করতে কখনো কখনো ভালোবাসি।’
ছবিটি পোস্ট করে অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘ছবিটা ২০১৬–তে তোলা। ক্যাপশন ছিল—আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে। আমি এখন ছবিটি দেখে ভাবি, আমারে ছাড়িয়ারে সময় কই গেলা রে।’