আইএমডিবিতে দর্শকদের আগ্রহ কোন সিনেমা–সিরিজ নিয়ে

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। ভক্তদের পছন্দের সেই তালিকার শীর্ষ সিনেমা-সিরিজগুলো দেখে নিতে পারেন।
তালিকায় শীর্ষে রয়েছে ‘সুপারম্যান’ সিনেমাটি। গত জুলাই মাসে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং ৭.৩। ভোট দিয়েছেন আড়াই লাখের বেশি আইএমডিবি ব্যবহারকারী। সিনেমাটির এখন পর্যন্ত আয় ৬১ কোটি ডলার।
পোস্টার আইএমডিবি থেকে
ডার্ক কমেডি ও সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘ওয়েপনস’ আগস্টের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায়। একসঙ্গে হারিয়ে যাওয়া শিশুদের এই গল্প এখনো আলোচনায় রয়েছে। সিনেমাটির রেটিং ৭.৮।
ব্র্যাড পিট আলোচনায় এসেছেন ‘এফ ওয়ান: দ্য মুভি’ সিনেমা দিয়ে। বক্স অফিস বাজিমাত করা সিনেমাটি দর্শকদের পছন্দে তিন নম্বরে রয়েছে। সিনেমাটির রেটিং ৭.৮।
সুপারহিরো অ্যাকশন সিনেমা ‘থান্ডারবোল্ট’ ৩৮ কোটি ডলার আয় করেছে, যা বাজেটের দ্বিগুণ। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে সাড়ে ৭ কোটি ডলার। মার্ভেল স্টুডিওর সিনেমাটি এখনো আলোচনায়। এর রেটিং ৭.২। দুই লাখ দর্শক সিনেমাটিকে ভোট দিয়েছেন।
টেলিভিশন সিরিজ ‘ডেক্সটার: রেজারেকশন’ মুক্তির পরেই বিশ্বের সেরা ২৫০ সিরিজের তালিকার ২০ নম্বরে জায়গা করে নিয়েছে। এর রেটিং ৯.২। এটি এখনো দর্শকদের মধ্যে আলোচনায় রয়েছে। এক লাখ দর্শক এটিকে ‘ওয়াচ লিস্টে’ রেখেছে।