Thank you for trying Sticky AMP!!

অবশেষে মোদির দেখা পেলেন অনিল

বলিউড তারকা অনিল কাপুর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: অনিল কাপুরের ইনস্টাগ্রাম

দীর্ঘদিন চেষ্টার পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা পেলেন বলিউড তারকা অনিল কাপুর। সম্প্রতি মোদির সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত তিনি। সামাজিক মিডিয়ায় সেই সাক্ষাতের ছবি প্রকাশ করে সে কথাই লিখেছেন এই বলিউড তারকা। বহু বছর ধরেই নাকি তিনি নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে আসছিলেন।

সম্প্রতি বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অনিল কাপুরের ঘটনা ভিন্ন। তিনি অনেক দিন ধরে মোদির সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন। নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকে যোগাযোগের চেষ্টা চালিয়ে অবশেষে সফল হলেন তিনি। মোদির ভারতের প্রধানমন্ত্রিত্বর মেয়াদ যখন শেষের পথে, তখন দেখা করতে পারলেন অনিল কাপুর।

সম্প্রতি ‘টোটাল ধামাল’ ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে মোদির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চান সাংবাদিকেরা। অনিল কাপুর বলেন, ‘অনেক দিন ধরেই তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করে আসছিলাম। অবশেষে তাঁর সাক্ষাৎ পেয়ে খুব ভালো লাগছে। এই সাক্ষাৎ খুবই অনুপ্রেরণাদায়ক। তাঁর মতো পরিশ্রমী মানুষ আমি দেখিনি।’

মোদিকে কি আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নে অনিল কাপুর বলেন, ‘সেটা আমার একার ওপর নির্ভর করে না, বরং সেটা আমাদের সম্মিলিত সিদ্ধান্তের ব্যাপার। আর এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে এসব নিয়ে কথা বলতে চাই না।’

‘টোটাল ধামাল’ ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রো কুমার। সেখানে অনিল কাপুর ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, আরশাদ ওয়ারশি, রিতেশ দেশমুখ, জনি লিভার, বোমান ইরানি, সঞ্জয় মিশ্র প্রমুখ। এ ছবিতে বহু বছর পর অনিল কাপুরের সঙ্গে কাজ করলেন মাধুরী। শেষ তাঁদের একত্রে দেখা যায় ২০০০ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘পুকার’ ছবিতে।

এতকাল পর অনিল কাপুরের সঙ্গে কাজ করে কেমন লাগল মাধুরীর? মাধুরী বলেন, ‘এত বছরেও অনিল একটুও বদলায়নি। সে আর বদলাবে না, সে ও রকমই। তার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। আর অজয়ের সঙ্গেও অনেক দিন পর কাজ করলাম। সবার সঙ্গে কাজ করেই খুব ভালো লেগেছে।’

ধামালের আগের দুটি ছবিতে কাজ করলেও তিন নম্বর এই ছবিতে দেখা যাবে না সঞ্জয় দত্তকে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘তিনি থাকলে হয়তো ছবিটি আরও ভালো হতো। কিন্তু তাঁর হাতে সময় ছিল না। সে জন্য আমাদের দুজনেরই খুব মন খারাপ হয়েছে।’ ‘টোটাল ধামাল’ মুক্তি পাবে ২২ ফেব্রুয়ারি। তথ্যসূত্র: ডেকান ক্রনিকল