বলিউডে নাম লেখানোর পরই নিজের অবস্থানটা শক্তপোক্ত করাটাই যেন কাপুর পরিবারের আরেক ঐতিহ্য! তবে ব্যতিক্রম ঘটনা যে ঘটে না, তা নয়। সেটা যা–ই হোক, কারিনা কাপুরের সঙ্গে তেমন কিছু ঘটেনি। ২২ বছর আগে শুরুতেই ‘রিফিউজি’ সিনেমা দিয়ে নজর কেড়েছিলেন। পরের বছরই ক্যারিয়ারের পঞ্চম সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’ দিয়ে আলোচনায় আসেন। দীর্ঘ এই ক্যারিয়ারে ৬৫টি সিনেমায় অভিনয় করেছেন। আজ এই অভিনেত্রীর ৪২তম জন্মদিন। বিশেষ এই দিনে আইএমডিবির তথ্যমতে জনপ্রিয়তা বিচারে কারিনার সেরা ১০টি সিনেমার তালিকা দেওয়া হলো।