জনপ্রিয়তা বিচারে কারিনা কাপুরের সেরা ১০টি সিনেমা

বলিউডে নাম লেখানোর পরই নিজের অবস্থানটা শক্তপোক্ত করাটাই যেন কাপুর পরিবারের আরেক ঐতিহ্য! তবে ব্যতিক্রম ঘটনা যে ঘটে না, তা নয়। সেটা যা–ই হোক, কারিনা কাপুরের সঙ্গে তেমন কিছু ঘটেনি। ২২ বছর আগে শুরুতেই ‘রিফিউজি’ সিনেমা দিয়ে নজর কেড়েছিলেন। পরের বছরই ক্যারিয়ারের পঞ্চম সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’ দিয়ে আলোচনায় আসেন। দীর্ঘ এই ক্যারিয়ারে ৬৫টি সিনেমায় অভিনয় করেছেন। আজ এই অভিনেত্রীর ৪২তম জন্মদিন। বিশেষ এই দিনে আইএমডিবির তথ্যমতে জনপ্রিয়তা বিচারে কারিনার সেরা ১০টি সিনেমার তালিকা দেওয়া হলো।
হয়তো পাঠক ঠিকই ধরেছেন। নায়িকা হিসেবে কারিনার ক্যারিয়ারে জনপ্রিয়তার বিচারে ১ নম্বরে ‘থ্রি ইডিয়ট’। সিনেমাটি আইএমডিবিতে ৩ লাখ ৯৬ হাজার ভোট পেয়েছে। সিনেমাটির পরিচালক রাজকুমার হিরানি।
ছবি: আইএমডিবি
বলা যেতে পারে, কারিনার ক্যারিয়ারে প্রথম বাজিমাত ঘটায় ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমা। পারিবারিক ড্রামা ও রোমান্টিক ঘরানার সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। সিনেমাটির পরিচালক করণ জোহর।
কারিনার ক্যারিয়ারের সেরা সিনেমাগুলো বলিউড বক্স অফিস কাঁপানো তারকাদের সঙ্গে। ২০১৫ সালে মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা। সহ–অভিনেতা ছিলেন সালমান খান। কবির খান পরিচালিত সিনেমাটি কারিনার ক্যারিয়ারে জনপ্রিয়তার বিচারে ৩ নম্বরে রয়েছে।
রাজা অশোকের মহাকাব্যিক কাহিনি নিয়ে সিনেমা ‘অশোক দ্য গ্রেট’। শাহরুখ খান ও কারিনা কাপুর অভিনীত প্রথম সিনেমা। আত্মজীবনীমূলক সিনেমাটি কারিনার ক্যারিয়ারে জনপ্রিয় সিনেমার তালিকায় ৪ নম্বরে রয়েছে।
শহীদ কাপুরের সঙ্গে অভিনীত কারিনার ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পায়। সিনেমাটিতে রয়েছে পাঞ্জাবের মাদককে ঘিরে কিছু অপরাধের গল্প। সিনেমাটি বেশ আলোচনায় ছিল। সিনেমাটি আইএমডিবিতে ৩০ হাজারের বেশি ভোট পেয়েছে।
আমির খানের সঙ্গে দ্বিতীয় সিনেমা ‘তালাশ’ এ তালিকায় ৬ নম্বরে রয়েছে। একটি মার্ডার কেসের রহস্য ঘিরে সিনেমাটির গল্প এগোতে থাকে। সিনেমায় রোজী চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর।
বিত্তশালী ব্যবসায়ী হতাশায় ভুগছিলেন। তিনি সিদ্ধান্ত নেন জীবনকে পরিবর্তন করে নতুন করে সাজাবেন। এর মধ্যেই একজন সুন্দরী মেয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সিনেমার নাম ‘জাব উই মেট’। ইমতিয়াজ আলী পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন শহীদ কাপুর ও কারিনা। সিনেমাটি কারিনার ক্যারিয়ারের ৭ নম্বর জনপ্রিয় ছবি।
শেক্‌সপিয়ারের ‘ওথেলো’ নাটক অবলম্বনে নির্মিত হয় সিনেমা ‘ওমকারা’। সিনেমাটিতে ভিন্নভাবে হাজির হয়েছিলেন কারিনা। সিনেমায় তাঁর সহ–অভিনেতা ছিলেন অজয় দেবগন, সাইফ আলী খান প্রমুখ। সিনেমার পরিচালক বিশাল ভরদ্বাজ।
রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ সিনেমাটিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন কারিনা। সিনেমাটি এই অভিনেত্রীর জনপ্রিয়তার তালিকায় ৯ নম্বরে রয়েছে।
‘চামেলি’ ছবিতে প্রথম পতিতার চরিত্রে দেখা যায় কারিনা কাপুরকে। অভিনয় দিয়ে প্রশংসা পেলেও সিনেমাটি সেভাবে দর্শক টানেনি। রাহুল বোস ছিলেন ব্যবসায়ীর চরিত্রে। সিনেমাটিতে অভিনয় করে স্ক্রিন অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন কারিনা। সিনেমাটি ২০০৩ সালে মুক্তি পায়।