ভিড়ভাট্টা এড়িয়ে নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এলে ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকার অবলম্বনে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
অল্প সময়ে ক্যারিয়ারে ছয়টির মতো সিনেমায় পাওয়া গেছে অনন্যাকে। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে জন্মের পর থেকেই চর্চায় রয়েছেন অনন্যা; অভিনয়ে নাম লেখানোর পর তাঁকে নিয়ে চর্চা আরও বেড়েছে
বিজ্ঞাপন
তাঁকে ঘিরে এমন চর্চার ভিড়ে নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অনন্যা পাণ্ডে। এলে ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার আশপাশে সব সময় লোকজন থাকে, নানা উপদেশ ও মন্তব্য করে। এই ভিড়ভাট্টার বাইরে নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, নিজের কথা শুনি।’
বিজ্ঞাপন
সম্প্রতি কফি উইথ করণ শোতে দেখা গেছে অনন্যাকে। এতে তাঁর সঙ্গে ছিলেন সারা আলী খানমুক্তির অপেক্ষায় থাকা ‘খো গায়ে হাম কাহান’ সিনেমায় দেখা যাবে অনন্যাকে। এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও আদর্শ গৌরব