তামান্না, তাপসী থেকে অনন্যারা সবাই হাজির, রইল ১২টি ছবি
গতকাল রোববার রাতে মুম্বাইতে বসেছিল ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের লালগালিচায় হাজির হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। এএফপি, হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—
বিনোদন ডেস্ক
পারতপক্ষে কোনো পুরস্কার অনুষ্ঠান মিস করেন না অনন্যা পান্ডে, হাজির হয়েছিলেন এ অনুষ্ঠানেও। এএফপি অনেক দিন পর কোনো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভাগ্যশ্রী। এএফপিমালাইকা অরোরা এদিন এসেছিলেন সাদা পোশাকে। এএফপি
বিজ্ঞাপন
সম্প্রতি সাক্ষাৎকারে যৌন হয়রানি নিয়ে কথা বলে আলোচনায় ডেইজি শাহ। তিনিও ছিলেন এই আয়োজনে। এএফপি আলোচিত তরুণ অভিনেত্রী রাধিকা মদন। এএফপি লালগালিচায় বলিউড অভিনেত্রী নিমরত কৌর। এএফপি
বিজ্ঞাপন
কালো পোশাকে এসেছিলেন তাপসী পান্নুও। এএফপিওটিটিতে এ সময়ের আলোচিত অভিনেত্রীদের একজন সুরভিন চাওলা। তিনিও এসেছিলেন এ আয়োজনে। এএফপি অনুষ্ঠানে ছিলেন জ্যাকি শ্রফও। এএফপিএ সময়ের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। এএফপি