‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আর মাধবন। আইএমডিবি থেকে
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আর মাধবন। আইএমডিবি থেকে

‘থ্রি ইডিয়টস’ অভিনেতাকে নিয়ে এই ১০ তথ্য জানতেন কি

তিনি শাহরুখ, সালমান বা আমির খানের মতো জনপ্রিয় তারকা নন। তবে নানা বৈচিত্র্যময় চরিত্র দিয়ে হিন্দি ও দক্ষিণি সিনেমার আলোচিত নাম। পর্দায় তাঁর অভিনীত অনেক চরিত্রই মনে রেখেছেন দর্শক। আজ ১ জুন এই অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে—

১৯৭০ সালের ১ জুন বিহারের (বর্তমানে ঝাড়খন্ড) জামশেদপুরে জন্ম তাঁর। স্কুলে নানা সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
এই অভিনেতার নাম আর মাধবন। অভিনয় নিয়ে তাঁর নিজের তেমন পরিকল্পনা ছিল না। তবে এক টিভি কর্তার নজরে পড়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ১৯৯৩ সালে একটি টিভি সিরিজে প্রথমবার দেখা যায়। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
মজার ব্যাপার হলো, অভিনয় নয়, চলচ্চিত্রজীবন তাঁর শুরু গান গেয়ে। ১৯৯৬ সালে ‘ইস রাত কি সুবাহ নাহি’ সিনেমার গান গেয়েছিলেন। এ সিনেমায় অতিথি চরিত্রে দেখাও গিয়েছিল তাঁকে। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
অভিনেতা হিসেবে মাধবনের ক্যারিয়ারে গতিপথ বদলে যায় মণিরত্নমের সঙ্গে কাজের পর। নির্মাতার ‘আলাই পেয়ুথি’ সিনেমায় অভিনয় করেন ২০০০ সালে। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
এরপর গৌতম মেননের ‘মিনালে’ মাধবনের পরিচিতি আরও বাড়িয়ে দেয়। পরপর আসে ‘রান’, ‘থাম্বি’, ‘রেনডু’ ইত্যাদি সিনেমা। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
দক্ষিণি সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও মাধবনের কাজ আলোচিত হয়। বিশেষ করে ‘রং দে বসন্তি’, ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের সঙ্গে তাঁর আলাদা রসায়ন মনে রেখেছেন দর্শকেরা। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
এ ছাড়া ‘তনু ওয়েডস মনু’ সিনেমার দুই কিস্তি দিয়ে দর্শকপ্রিয়তা পান। মাঝে ক্যারিয়ার কিছুটা গতিমন্থরতায় ভুগলেও দুই দক্ষিণি সিনেমা ‘বিক্রম বেদা’ দিয়ে প্রবলভাবে ফিরে আসেন। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
প্রযোজক হিসেবেও প্রশংসিত হন আর মাধবন। ২০২২ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’। সিনেমাটি অন্যতম প্রযোজকও তিনি। কান উৎসবে প্রিমিয়ার হওয়া সিনেমাটি পরে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতে। আইএমডিবি
অভিনয় ছাড়াও গত কয়েক বছরে ডায়েট নিয়ে কথা বলে আলোচিত হয়েছেন মাধবন। ১ মাসও নয়, ২১ দিনের মধ্যেই ওজন কমিয়ে ছিপছিপে হয়েছিলেন আর মাধবন। এর জন্য জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, তা নয়। অস্ত্রোপচারও করাননি। খুব কড়া ডায়েট মেনেছেন, তা-ও নয়। তাঁর দেওয়া ওজন ঝরানোর পরামর্শ নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে বিস্তর আলোচনা হয়। অভিনেতার ইনস্টাগ্রাম থেকেথেকে
অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন মাধবন। অভিনেতার ইনস্টাগ্রাম