আমির খান। এএফপি
আমির খান। এএফপি

আমির খান কি নতুন বিতর্ক উসকে দিলেন

হিন্দি সিনেমা দক্ষিণি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না, কয়েক বছর ধরেই এ ধারণা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মোটাদাগে, বেশির ভাগ তারকাই এতে একমত। অভিনেতা সালমান খান, নির্মাতা অনুরাগ কশ্যপ তো ‘হার’ মেনে নিয়ে জানিয়েছেন, টিকে থাকতে হলে বলিউডকে নতুন করে ভাবতে হবে। এমন সিনেমা বানাতে হবে, যেখানে ‘দেশি গন্ধ’ থাকবে। তবে ভারতের আঞ্চলিক সিনেমার চেয়ে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি যে পিছিয়ে আছে, এ ধারণার সঙ্গে একমত নন আমির খান। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের মত জানিয়েছেন আমির।

গত বছর থেকেই বক্স অফিসে তেমন হিট দিতে পারেনি বলিউড। সারা বছরে দুটি বা তিনটি হিট সিনেমা ছাড়া তেমনভাবে উল্লেখযোগ্য কোনো সিনেমাই চোখে পড়ার মতো ছিল না। তাহলে কি বলিউডের খারাপ সময় শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছে?

আমির খান। এএফপি

সমালোচক অনুপম চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘১৯৭০–৮০–এর দশকের তুলনায় বলিউড এখন অনেক বেশি উন্নতি করেছে। তবে এটাও ঠিক যে এই মুহূর্তে বলিউডের খারাপ সময় চলছে, তবে এটা একটি চক্র। খারাপ সময় পার করে আবার ভালো সময় আসতে বেশি দেরি হবে না।’

অন্যান্য চলচ্চিত্র জগতের সঙ্গে তুলনা টেনে বলিউডকে নিয়ে উপহাস প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না শুধু হিন্দি ছবি ছাড়া বাকি অন্যান্য ভাষার ছবি দারুণ কাজ করছে। হিন্দি ছবির মান কি তামিল, তেলেগু, মালয়ালম, বাংলা কিংবা মারাঠি ছবির জগতের থেকে আলাদা? প্রতিটিই শিল্পজগতের সঙ্গে যুক্ত। তাই এগুলোকে আলাদা করার কোনো মানেই হয় না।’

‘লাল সিং চাড্ডা’য় আমির খান। ছবি : আইএমডিবি

আমিরের এমন মন্তব্য নিয়ে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউবা অভিনেতার মত সমর্থন করছেন, কেউ আবার বলেছেন বিপক্ষে। মনে করা হচ্ছে, আমিরের এমন মন্তব্য আবার নতুন বিতর্ক উসকে দিতে পারে। একজন দর্শক এক্সে লিখেছেন, ‘আপনি যদি মনে করেন আশির দশকে সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ সময়ের মধ্যে যাচ্ছিল, তাহলে আপনি ভুল করছেন।’ অন্য একজন লিখেছেন, ‘রিমেক নয়, মৌলিক কনটেন্ট ব্যবহার করলেই হিন্দি ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া সম্ভব।’ অন্য একজন লিখেছেন, ‘এখন বড় পর্দা থেকে ওয়েব সিরিজের গল্প অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে।’

২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ডাহা ফ্লপ হওয়ার পর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন আমির খান। চলতি বছরই নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই তারকা। আমির অভিনীত ‘সিতারে জামিন পার’ আগামী জুন মাসে মুক্তি পাবে। নিজে অভিনয় ছাড়াও প্রযোজনায় মন দিচ্ছেন আমির। তাঁর প্রযোজিত ও সানি দেওল অভিনীত ‘লাহোর ১৯৪৭’ ছবিটিও চলতি বছরই মুক্তি পাওয়ার কথা।