অভিষেকের অপেক্ষায় থাকা তারকা–কন্যারা

সুহানা খান
 সুহানা খান

প্রতিবছর হিন্দি সিনেমায় অভিষেকের অপেক্ষায় থাকা শিল্পীদের তালিকায় অবধারিতভাবেই থাকেন তারকা সন্তানেরা। আছেন চলতি বছরও। এমন পাঁচজনকে নিয়ে এ আয়োজন।

সুহানা খান
ছেলে আরিয়ান খান না করলেও মেয়ে সুহানা খান বাবা শাহরুখ খানকে অনুসরণ করছেন। চলতি বছর যোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। চলতি বছর নেটফ্লিক্সে ছবিটি মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে টিজারও প্রকাশ পেয়েছে। এর আগে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তিনি রাতে ডায়েরি লেখেন। যেখানে থাকে মেয়ের জন্য অভিনয়ের টিপস।

অগস্তা নন্দা, মিহির আহুজা, ডট, খুশি কাপুর , বেদঙ রাইনা, যুবরাজ মেন্দ, সুহানা খান

খুশি কাপুর
প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। বড় মেয়ে জাহ্নবী কাপুরের পাঁচ বছর আগে অভিষেক হলেও চলতি বছর রুপালি পর্দায় যাত্রা শুরু করবেন খুশি। তাঁরও অভিষেক ছবি ‘দ্য আর্চিস’।

শানায়া কাপুর

শানায়া কাপুর
বাবা সঞ্জয় কাপুর আর চাচা অনিল কাপুর, দুজনই অভিনেতা। এমন পরিবারের মেয়ে শানায়া কাপুর অভিনয়ে আসবেন সেটাই স্বাভাবিক। শশাঙ্ক খৈতানের বেধড়ক ছবি দিয়ে অভিষেক হতে যাচ্ছে শানায়ার। গত বছরের জুলাই মাসে ছবিটির শুটিং শুরু হয়েছে।  

পাশমিনা রোশন

পাশমিনা রোশান
‘ইশক ভিশক রিবাউন্ড’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে হৃতিক রোশানের চাচাতো বোন পাশমিনা রোশানের। তিনি সংগীত পরিচালক রাজেশ রোশানের কন্যা। পাশমিনার ছবিটি ২০০৩ সালে মুক্তি পাওয়া ইশক ভিশক-এর রিমেক।

আলিজে অগ্নিহোত্রী

আলিজে অগ্নিহোত্রী
বলিউড সুপারস্টার সালমান খানের বোনের মেয়ে আলিজে অগ্নিহোত্রী। ইতিমধ্যে তিনি একটি ছবির শুটিং শুরুও করে দিয়েছেন। ছবিটির নাম এখনো ঠিক হয়নি। সৌমেন্দ্র পাডি পরিচালিত ছবিটি চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।