‘গেম চেঞ্জার’–এ কিয়ারা ও রাম চরণ। আইএমডিবি
‘গেম চেঞ্জার’–এ কিয়ারা ও রাম চরণ। আইএমডিবি

কিয়ারা ও রামচরণের ফেরা কেমন হলো

দেড় বছর পর বড় পর্দায় ফিরেছেন কিয়ারা আদভানি। অন্যদিকে ‘আরআরআর’-এরপর প্রত্যাবর্তন হয়েছে রামচরণেরও। দুই তারকাকে দেখা গেছে এস শঙ্করের ‘গেম চেঞ্জার’-এ। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দুই দিনে কত আয় করল দক্ষিণি ছবিটি।

এস শঙ্করের আগের সিনেমাগুলো দর্শক-সমালোচকেরা সেভাবে পছন্দ করেননি। তবে ‘গেম চেঞ্জার’-এর প্রতিক্রিয়া সে তুলনায় ভালো। বক্স অফিসে শুরুটা অবশ্য আশাজাগানিয়া ছিল না।

‘গেম চেঞ্জার’ ছবিতে রাম চরণ ও কিয়ারা আদভানি

প্রথম দিনে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে ২১ কোটি ৫০ লাখ রুপি আয় করে ছবিটি। তবে গতকাল শনিবার বলা যায়, ঘুরে দাঁড়িয়েছে ‘গেম চেঞ্জার’।

মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় ৫০ কোটি রুপির বেশি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রথম দুই দিন মিলিয়ে ছবিটির আয় ৭২ কোটি ৫০ লাখ রুপি। এটা অবশ্য শুধু ভারতীয় প্রেক্ষাগৃহগুলোর হিসাব, সারা দুনিয়ার বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবিটির মোট আয় ১৮৬ কোটি রুপির বেশি।

রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি ‘গেম চেঞ্জার’। ছবিতে প্রশাসনের এক কর্মকর্তা ও দুর্নীতিগ্রস্ত এক রাজনীতিবিদের দ্বৈরথ দেখানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন রামচরণ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবিটির বাজেট প্রায় ৪০০ কোটি রুপি। লগ্নি ফেরত এনে লাভের মুখ দেখতে ‘গেম চেঞ্জার’কে প্রথম দুই দিনের মতো অন্তত আরও এক সপ্তাহ ব্যবসা করতে হবে।