তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তামান্না ভাটিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এবার কী নিয়ে আসছেন তামান্না, রইল ১০টি ছবি

গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ দিয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া। তবে এবার আইটেম গান নয়, ওয়েব সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

তামান্না ভাটিয়াকে এবার দেখা যাবে নারী উদ্যোক্তার চরিত্রে। ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজের দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজটিতে তিনি অভিনয় করছেন এমন এক নারীর ভূমিকায়, যিনি চাকরি হারানোর পর সাহস করে শুরু করেন নতুন ব্যবসা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘পর্দায় আমরা একটি চরিত্রের জার্নি তুলে ধরতে চেয়েছি। আমি মনে করি, দর্শকেরাও এই উত্থান-পতনের যাত্রাটা উপভোগ করবেন,’ ট্রেলার মুক্তি অনুষ্ঠানে বলেন তামান্না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তামান্না মনে করেন, নারীকে সব সময় অবমূল্যায়ন করা হয়। তাঁর ভাষ্যে, ‘এমন কোনো নারী নেই যিনি জীবনের কোনো না কোনো পর্যায়ে অবমূল্যায়নের শিকার হননি।’ সিরিজটি আগামী ১২ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছরটা অবশ্য খুব একটা ভালো যায়নি তামান্নার। ভক্তদের আশা, সিরিজটি দিয়ে ফর্মে ফিরবেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০২৫ সালে তাঁর অভিনীত তেলেগু সিনেমা ‘ওডেলা ২’ সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ ছাড়া তাঁকে দেখা যায় ‘রেইড ২’ সিনেমার আইটেম গানে। তবে এ গানও ‘আজ কি রাত’–এর মতো সাড়া ফেলতে পারেনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছর তামান্না অভিনীত আরও চারটি হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০২৩ সালে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে তামান্নার ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ সিরিজ দিয়েই দীর্ঘদিনের নিয়ম ভেঙে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে